Tuesday, May 30, 2017

Camtasia Studio 9 Full Free Download || কিভাবে Camtasia Studio 9 ফ্রী ব্যবহার করবেন ?

Camtasia Studio 9 Full Free Download || কিভাবে Camtasia Studio 9 ফ্রী ব্যবহার করবেন ?

ইউটিউবে কাজ করতে হলে  প্রত্যেকেই ভিডিও এডিট করতে হয় । কিন্তু আমরা এডিটের জন্য ফ্রী কোন ভাল সফটওয়্যার পাই না। বেশিরভাগ সফটওয়্যারই টাকা দিয়ে কিনতে হয়।এরকমই একটি সফটওয়্যার হল Camtasia 9 । কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারনে সফটওয়্যার কিনতে পারি না।এছারা অনেকেই আছে অনলাইনে নতুন তারা কিভাবে টাকা খরচ করে সফটওয়্যার কিনবে। তাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে Camtasia studio 9 একটি পেইড সফটওয়্যার ফ্রী ব্যবহার করতে পারবেন।
এর জন্য প্রথমেই আপনাকে Camtasia Studio 9 software ডাউনলোড দিতে হবে।ডাউনলোড দেওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা গুগল থেকে Camtasia Studio 9 ডাউনলোড করতে পারেন।


ডাউনলোড দেওয়ার পর ইন্সটল করবেন । ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করবেন ।ওপেন করার পর অথবা আগে আপনি আপনার নেট কানেকশন বন্ধ করে নিবেন। এরপর  রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে একটা জিমেইল ও সিরিয়াল কী দিতে বলবে। তো আপনি যেকোনো একটা জিমেইল দিবেন এবং নিচে link দেওয়া সিরিয়াল কী দিবেন।

এপর্যন্ত কাজ শেষ হওয়ার পর আপনাকে আপনার কম্পিউটার এর C drive এ যেতে হবে যদি আপনি c drive ইন্সটল দিয়ে থাকেন। C Drive এ গিয়ে Program Data নামে একটা ফোল্ডার  দেকতে পাবেন। এরপর আপনাকে Program Data এ ক্লিক করতে হবে।এরপর আপনি Techsmith নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। Techsmith এ ক্লিক করলে দেখবেন আরেকটা নিচের মত পেজ আসছে ।

এখান থেকে Camtasia Studio 9 ফোল্ডার এ ক্লিক করতে হবে ।তাহলে নিচের মত আরেকটা পেজ আসবে।

পেজটি থেকে Reginfo তে right ক্লিক করে Properties এ যেতে হবে। Properties থেকে নিচের পেজ এর মত একটি পেজ দেখতে পাবেন। পেজ থেকে Read only click করে apply দিয়ে Ok করে দিবেন।

এখন থেকে  Camtasia studio 9 আপনার জন্য লাইফটাইম ফ্রী হয়ে গেল।এখন নেট কানেকশন অন করলে আর কোন সমস্যা হবে না।

লিখাটি পরে যদি কারো কোন সামান্য উপকার হয় তাহলে নিচে একটি কমেন্ট করবেন।এছারা আপনাদের কিছু দরকার হলেও কমেন্ট এর মাধ্যমে আমাদের জানাতে পারেন।অনলাইন আরনিং সম্পর্কে জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।

Monday, May 29, 2017

Adobe Premiere Pro Free download || লাইফটাইম ব্যবহার ক্রুন

Adobe Premiere Pro Free download লাইফটাইম ব্যবহার ক্রুন 


এখান থেকে আপনি খুব সহজে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি পাচ্ছেন ফ্রী লাইফটাইম ব্যবহারের জন্য।
সফটওয়ারটি ডাউনলোড এর জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন ঃ


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার কোন সমস্যা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান।

Tuesday, May 16, 2017

সে তো বুঝলোনা ভালোবাসা যে কি !!!

                                         সে তো বুঝলোনা।

ভালোবাসা যে কি তা কেউ বলে বোঝাতে পারে না। মন দিয়ে সাবাই আবার সেটা বুঝতে পারে।বার বার রাগ করে তোমার সাথে কথা বলা থামিয়ে দিই.....

আবার বার বার ফিরে আসি তোমার কাছে।কিন্ত আমার বারবার ফিরে আসার পিছনে একটা কারন রয়েছে, আর কারন টা হল আমি।

তোমাকে কখনো হারাতে চাই না।

জানি তুমি একজনকে খুব ভালোবাসো।আর হয়ত সে সব দিক থেকেই আমার চেয়ে ভালো.........।।

তাছাড়া আমিও চাই যে, তুমি যেন তাকে পেয়ে অনেক অনেক ভালো্ থাকো ।তাই আমিও আর কখনো তোমাকে আমার ভালো লাগার কথা তোমাকে বলিনি,

কারন আমার ভয় হয় যদি তুমিআমাকে উওরে “না” বলে আমাদের বন্দুত্বটাও ভেঙে দাও !তাহলে আমি কি করে থাকব......!!!আর তুমিও এই স্বার্থপর দুনিয়ার এমন একস্বার্থপর মানুষ যে সবসময় তেমার নিজের কথা ভেবেছ .....!!!

তোমার সাথে আমার কাটানো এতটা সময়,এত কথায়ও কখনো আমার মনের কথাটা বুঝতে পারলে না !!!যে আমি তোমাকে কতটা ভালোবাসি !!!

আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ । এরকম আরও ভালবাসার গল্প পাওয়ার জন্য নিচে কমেন্ট করে জানান।

Thursday, May 11, 2017

কিভাবে বাড়িতে বসে খুব সহজে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ টাকা ইনকাম করবেন কোন অভিজ্ঞতা ছাড়া ?

আজ আপনাকে দেখাবো কি ভাবে বাড়িতে বসে খুব সহজে ইনকাম করতে পারেন। এরজন্য আপনার কোনো মূলধন লাগবে না। শুধু এন্টারনে
ট আর একটা ল্যাপটপ অথবা ডেসকটপ থাকলেই  হবে।

আমরা যারা গেম খেলে অথবা Facebook এ অযথা সময় নষ্ট করি তাদের বলি অযতা সমায় নষ্ট না করে খুব সহজেই ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে Google লিখে Search দিতে হবে 2 Captcha.com এর পর নিচের মত একটা Page আসবে।

এখানে 2 টা  Oftion আছে। একটা হল Order Captcha আরকটা হল Works For 2 Captcha Order Captcha টাকা দিয়ে করতে হয় আর Works For 2 Captcha তে আপনি ফ্রিতে কাজ করতে পারেন। আপনি যেহেতু নতুন তাই প্রথমে ফ্রিতেই কাজ করুন তারপর না হয় টাকা দিয়েই কাজ করবেন। টাকা দিয়ে Order Captcha তে কাজ করলে বেশি ইনকাম করা যায়। তো চলুন কিভাবে কাজ করবেন।

Page থেকে  Get Paid এ  Click করুন । আপনার যদি আগের Account থাকে তাহলে  Email এবং  Password দিয়ে Login করুন। আর যদি আগের Account না থাকে Register এ ক্লিক করুন। এরপর  Email, Password,Repeat,Password এবং I am Not Robot click করে Sign in a  ক্লিক করুন।
ওখানো দেখবেন Balance= 0 যেহেতু কোনো কাজ করেননি। 0 কিন্ত Term and conditionআছে সময় হলে পরে নিবেন তারপর I agree তে ক্লিক করে Start এ ক্লিক করবেন। ।
এরপর আপনার কাজ করার Page টি চলে আসবে। এখানে Start ক্লিক করেই কাজ শুরু করতে পারেন।  কিন্ত তার আগে Recatch এবং Normal Captcha থেকে Normal Captcha Select করূন। কারন Recaptcha  তে Sentense আকারে আসে। তা এটা কয়েক দিনপর Try করুন । বামপাশে একটা লেখা আছে ওখানে Click করুন একটা পাবেন Reffral link এটা বন্ধদের সাথে Share করুন । এই লিংকের মাধ্যমে আপনার বন্ধরা যদি Account খুলে আয় করে তাহলে তাহলে তার আয়ের ১০ ভাগ আপনিও পাবেন। তবে ভয়নেই এই টাকা কারো Account থেকে কেটে আপনাকে দিবে না আপনাকে দিবে।

চাইলে নিচে দেওয়া লিংক থেকে আপনি একটি Account খুলে আয় করতে পারেন। অথবা প্রথমে দেওয়া লিংকে গিয়েও Account খুলতে পারেন এটা আপনার ইচ্ছা।

http://2captcha.com/?from=3603667

Wednesday, May 10, 2017

কীভাবে জীবনের লক্ষ্য খুজতে হয়। কিভাবে বুজবেন আপনার PASSION কী ?

                              ***কীভাবে জীবনের লক্ষ্য খুজতে হয়***

আমরা যাকেই দেখি সেই বলেন নিজের PASSION কে follow করুন তা হলেই জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু কেই আগেতো বলুক  ভাই passion কী। আপনার সমস্যাটা যদি এটা হয় তাহলে লেখাটা সম্পূর্ন পড়ুন  আশা করি নিজের খুব সহজেই PASSION খুজে বের করতে পারবেন।

আমি যদি বলি কোন এক জায়গা থেকে একটা চাবি  খুঁজে বার করুন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে চাবিটা আসলে কী।ঠিক তেমনি ভাবে আপনার PASSION খুঁজে বার করতে হলে আগে আপনাকে জানতে  হবে PASSION আসলে কী। কিন্ত আমরা অনেকেই PASSION এর defination   জানি না। যে কারনে PASSION খুজে পেতে আমাদের সমস্যা হয়। অনেক সময় সেটি আমরা চোখের সামনে রেখেও আমরা চিনতে পারি না। সহজ ভাবে বলতে বললে PASSION বলতে বুঝায় কোন কাজ করার প্রবল ইচ্ছা।
                                        PEOPLE
                                CREATIVE
                                TRUST
                                   POSITIVE
                            SOLUTION FOCUSSED
                                        OPEN
                                  DYNAMIC

কিন্ত গভীর ভাবে বললে এর সুন্দর অর্থ রয়েছে।
  1. PASSION হল এমন একটা কাজ যেটি আপনার কাছে সত্যি অর্থপূন্য অথাৎ ্ এমন  নয় সেই কাজটি আপনি ব্যক্তিগত অর্থ চারিএাএরোর  জন্য করেন। সেই কাজটি করা আপনার কাছে আপনার চেয়েও বড়। 

যেমন ধরেন 

কামাল ইন্জিনিয়ারিং পড়ে এবং জামাল ও ইন্জিনিয়ারিং পড়ে। কিন্ত কামালের কাছে ইন্জিনিয়ারিং হল শুধু ডিগ্রি অর্জন করা আর জামালের কাছে ইন্জিনিয়ারিং হল কিছু শেখা এবং তার মাধ্যমে নতুন কিছু বানানো যাতে ধনী গরিব সবার  কাজে আসে। জামাল কাজটা কে ভালবাসে আর কামাল যেটা পেতে চলছে সেই আউট কামকে ভালবাসে। তাই জামালের কাছে ইন্জিনিয়ারিং হল একটা PASSION । আর কামালের কাছে ইন্জিনিয়ারিং অর্থহীন বোঝা মাএ।

PASSION হল এমন একটা কাজ যা আপনাকে MOTIVATED করে INSPIRE করে  এবং আপনার মধ্যে ক্রমাগত সেই কাজটি করার ইচ্ছা  আরও বাড়িয়ে তোলে ।
আশা করি এটুকুতে কিছুটা হলেও আপনাকে বুঝাতে পেরেছি আসলে PASSION কী। এবার পালা PASSION কে খুজে বার করা।এটার জন্য আমি আপনাদের চারটি প্রশ্ন করব।

প্রশ্ন চারটির উওর আপনার খাতায় অথবা notepad এ লিখতে পারেন অথবা নিচে কমেন্ট   করেও লিখতে পারেন।যদি প্রশ্নের উওর  হিসেবে কিছুই যদি মাথায় না আসে  তাহলে কিছুই না লিখতে হবে ।

প্রশ্ন -১. 
যদি আপনার কাছে টাকা এবং সময় দুইটার  কোনটার অভাব না থাকত তাহলে আপনি কোন কাজটি করে আপনার বেশীর ভাগ সময় পার করতেন ?
প্রশ্ন -২ 
মৃত্যুর পর কোন কাজের জন্য মানুষ আপনাকে মনে রাখলে আপনি বেশী খুশি হতেন?
প্রশ্ন -৩
এ পৃথিবীর কোন একটা সমস্যা সমাধানের যদি আপনাকে দেওয়া হত তাহলে আপনি কোন সমস্যাটার সমাধান করতেন ?
প্রশ্ন- ৪
এমন একজন মানুষ যার মত হল অাপনার জীবন সার্থক বলে মনে করবেন ?

যদি এই চারটি প্রশ্নের মধ্যে ২টি বা তার বেশী প্রশ্নের উওর কিছুই না হয় তাহলে বুঝবেন এখনো আপনার PASSION এর সাথে আপনার দেখাই হয়নি। সে অর্থে অন্য  উপায় খুজতে হবে ।

এর জন্য আপনাকে প্রতি মাসে একটা কাজ নিয়ে চেষ্টা করতে হবে । সেটা হোক গান গাওয়া ,অভিনয় করা ,ভিডিও বানানো ইত্যাদি।আচ্ছা জীবন উন্নতি করার জন্য PASSION খুজেঁ বার করা কি খুব  জরুরি তাদের জন্য বলি জীবনে উন্নতি করার অর্থবলতে সেটা টাকা রোজগার এবং উদরপুতি করা বুঝায় তাহলে সেক্ষে্এে PASSION খোজার কোন দরকার নাই। কিন্ত কারো কাছে উন্নতি বলতে আত্মসন্তষ্টি, শান্তি বোঝায় সেক্ষে েএ নিজের PASSION কে FOLLOW করা ছাড়া অন্য কোন উপায় নেই। আসলে FOLLOW খোজার জন্য আপনাকে বাহ্যিকভাবে কোনো পরিশ্রম করতে হবে না শুধু নতুন নতুন জিনিস চেষ্টা করতে হবে। যখনিই আপনার PASSION এর সাথে দেখা হয়ে যাবে তখনই আপনারমনের মধ্যে একটা notification চলে আসবে। তখন শুধ ‍ু SURE হওয়ার জন্য আপনাকে ওই চারটি প্রশ্নের আশ্রয় নিতে হবে। যেমন ঃ আলবাট আইনস্টাইন একবার বলেছিলেন:

                             I HAVE NO SPECIAL TALENT.I AM ONLY PASSIONATELY CURIOUS.

  আর তার সেই PASSION আজ তাকে সেরা বৈজ্ঞানিকে পরিনত করেছে। সবশেষে একটাই অনুরোধ আপনার যদি এই লেখাটা পঢ়ে একটুও জীবনের সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আপনার  Friend এর সাথে Share করবেন এবং নিচে একটা Command করবেন।

Friday, May 5, 2017

অসাধারন একটি ভালোবাসার গল্প , পাশে থাকার গল্প একটা বার হলেও পড়ে দেখুন চোখে পানি চলে আসবে !!

আজ আপনাদেরকে, একটা ভালোবাসার গল্প , একটা পাশে থাকার গল্প শুনাবো।



একবার একটা লঞ্চ দূঘর্টনায় পড়লো। লঞ্চের এক দম্পওি একটা লাইফবোট পেল । কিন্ত স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশী উঠতে পারবে না।
 লোকটা তার স্ত্রীকে আটকে রেখে নিজে লাফ দিয়ে বোটে লাফিয়ে উঠে পড়লো।
ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যেএকটাই মাএ বাক্য চিৎকার করে বলেছিলো।
শিক্ষক এটুকু বলে থামলেন,
চার দিকে তাকিয়ে ছাএদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন,
”তোমাদের কি মনে হয়,
কি বলছিলো মহিলা ।
“তুমি একটা ইতর , আমি কি অন্ধই না ছিলাম”
অধিকাংশ  ছাএই এ ধরনের জবাব দিলো।
শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সমায় ধরেই চুপ ছিল।
তার মতামত জানতে চাইলে সে বললো। স্যার , আমার বিশ্বাস,মহিলাটা বলেছিল,আমাদের বাচ্চাটার যত্ননিও, ওকে দেখে রেখ।”
বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন,
“তুমি এই গল্প কি আগে শুনেছ, তাই না।”
ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো,” আমার মা অসুখে মারা যাওয়ার সমায় বাবাকে একথাই বলেছিলো।”
শিক্ষক এক মত হল, তুমি ই ঠিক।
লঞ্চটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা তার একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।
লোকটা মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল।
সেখানে সে আবিষ্কার করলো,
লঞ্চযাএায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো।
চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাএ উপায়ের সদ্ব্যবহার করেছে,
“আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো।
কিন্ত শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেরে আসতে হলো।

গল্প শেষ হলো ক্লাস একদম চুপ।
শিক্ষক বুঝালেন ছাএরা তোমরা গল্পের শিক্ষটা ধরতে পেরেছে।

ভালো মন্দ পৃথিবীর সব কিছুর পিছনেই অনেক জাটলতা আছে যা সব সময় বোঝা যায় না।

আমাদের সব সমায় উপরের দিক দেখেই যাচাই করা উচিৎ নয়।

অন্যকে না বুঝেই বিচার করাটা বোকামি।

যারা খাবারের বিলটা সবসমায়ই নিজে দিতে চায়, তার  মানি  এই নয় যে তার টাকা উপচি পরছে।
এর কারণ সে টাকার থেকে বন্দুত্বকে বড় করে দেখে।

Wednesday, May 3, 2017

আপনার ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট এর জন্য খুব সহজেই তৈরি করুন Android App.

               আপনার ইউটিউব চ্যানেল  ও ওয়েবসাইট এর জন্য  Android App   তৈরি করুন  


আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের প্রত্যেকের একটি ইউটিউব চ্যানেল ও একটি ওয়েবসাইট অথবা ব্লগসাইট রয়েছে।তাই আমরা যদি আমাদের সাইট এর জন্য একটি অ্যান্ডয়েড অ্যাপ তৈরি করতে পারি তাহলে আমাদের ভিজিটরও বাড়বে এবং আমাদের সাইট গুলি খুজে পেতে ভিজিটরদের সুবিধা হবে।কারন এখন সবার হাতেই একটি অ্যান্ডয়েড ফোন রয়েছে ।এখন কথা হল কিভাবে আমরা অ্যান্ডয়েড অ্যাপ বানাবো আমরাত অ্যান্ডয়েড অ্যাপ বানাতে জানি না।
মজার ব্যাপার হল এর  জন্য আপনাকে কিছুই জানতে হবে না।আপনি খুব সহজেই একটি অ্যাপ বানাতে পারবেন।আজ আমি আপনাদের তাই শিখাব কিভাবে খুব সহজেই আপনি অ্যান্ডয়েড অ্যাপ বানাবেন।
আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপটি বানাতে সময় লাগবে মাত্র ১ মিনিট ।  এর জন্য আপানাকে যা করতে হবেঃ
প্রথমে গুগলে এর সার্চ বক্সে লিখতে হবে  http://web2apk.com অথবা web2apk লিখে সার্চ দিলেও হবে।এরপর নিচের মত একটি ছবি আসবে

তারপর পেজে দেখবেন create app নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের মত একটি ছবি আসবে ।
এখন আপনার ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট যেটির জন্য অ্যাপস বানাবেন সেটির লিংক কপি করে URL অপশনে দিতে হবে।এরপর আপনি একটি  অ্যাপস টাইটেল দিবেন।আপনি যদি অ্যাপ এর জন্য লোগো দিতে চান তাহলে choose file অপশনে ক্লিক করে আপনার লোগো নির্বাচন করে দিতে হবে। এখনি যদি আপনি create apps click করেন তাহলেই আপনার অ্যাপটি তৈরি হয়ে জাবে।কিন্তু অ্যাপটি সুন্দর হবে না। অ্যাপটি সুন্দর করতে চাইলে Show advance setting এ ক্লিক করুন ।এবার নিচের মত আরেকটি পেজ ওপেন হবে ।

এটার মাধ্যমে আপনার অ্যাপস খুললে কেমন দেখাবে, welcome screen এ কি দেখাবে নোটিফিকেশান আকারে ,কারো মোবাইলে  যদি ইন্টারনেট না থাকে বা অন্য কোন কারনে অ্যাপসটি না আসে তাহলে কি লিখা দেখাবে তাও সেট করে দিতে পারবেন।এরপর Exit Screen অর্থাৎ কেউ যদি আপনার অ্যাপটি থেকে বার হয় তাহলে নোটিফিকেশন আকারে কি দেখাবে তাও সেট করে দিতে পারবেন।এরপর হল off-site লিংক ।এর মানে হল কেউ যদি আপনার সাইট থেকে  অন্য কোন লিংকে যেতে পারবে কি পারবে না।আপনারা সবসময় এটি দিয়ে রাখবেন টা না হলে ইউজারা ব্যবহার করে মজা পাবে না।নিচের গুগল লিখাটা কেটে দিবেন।
সবশেষে Create my app ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ পর দেখবেন Done লিখা আসছে । এবার লিংক থেকে ক্লিক করে অ্যাপটি সেভ করবেন।এবার আপনি অ্যাপটি অ্যান্ডয়েড ফোনে নিয়ে ইন্সটল করতে পারবেন।
চাইলে আপনি অ্যাপটি Google Playstore দিতে পারবেন ।এর জন্য Google Playstore আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে তার জন্য আপনার ২৫ ডলার লাগবে।
এ বিষয়ে আপনার যদি আরও কিছু জানার সাহায্যের দরকার হয় তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন।
আমাদের সকল পোস্ট নোটিফিকেশান আকারে পেতে দয়া করে Subscribe করে নিন।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

Monday, May 1, 2017

কি ভাবে ইউটিউবে কাজ করে হাজার হাজার ডলার আয় করা যায় দেখুন = পাঠ - ২

                                     ইউটিউব =পাঠ - ২


****কিভাবে ইউটিউব থেকে আয় করবেন।

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, বা আপনাার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশীপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পাটনার করলে প্রতি মাসে একটা ভাল মানের এমাউন্টের টাকা আপনাকে দিবে। 

এ ছাড়াও বিভিন্ন পন্যের ভিডিও দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে মাঝে দিয়ে আয় করা যায়। এ ছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পন্যের এফিলিয়েড লিংক দিয়ে দিতে পারেন। কোন পন্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন।

এছাড়া আপনি যদি একটি সুন্দর চ্যানেলের মালিক হন অথবা সুন্দর একটা চ্যানেলের কি ওয়াডের মালিক হন তবে সেটা পরে অনেক টাকা বিক্রয় করে দিতে পারবেন।


মোট কথা একটা ইউটিউবার যদি সুন্দর অথবা কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তবে সে তার ইউটিউব চ্যানেল থেকে অায় করতে পারবেন হাজার হাজার টাকা।

আপনার কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ফেসবুকে যে কাজগুলো কখনো ভূলেও করবেন না জানুন

       ***ফেসবুকে যে কাজগুলো কখনোই করবেন না***

সাইবার ক্রাইমের ফাঁদ পাতা রয়েছে ফেসবুকে। ঘন ঘন স্ট্যাটাস দেওয়া, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়ে যেতে পারেন।


এই সকল বিপদ থেকে নিজকে সুরক্ষিত রাখতে হলে এই ৬টা জিনিস ভুলেও কখনও ফেসবুকে করবেন না।

যেমন :-

১) ভুলেও ফেসবুকে বাড়ির ঠিকানা দেবেন না।

২) নিজের পাসওর্য়াড আপনার ঘনিষ্ঠ কােনও বন্দুকেও বলবেন না।

৩) ব্যক্তিগত মেসেজ বা চ্যাটেও এড়িযে চলুন ব্যক্তিগত কথা।

৪)ভুলভাল ছবি,ব্যক্তিগত ছবি, ঘনিষ্ঠ ছবি ফেসবুকে শেয়ার করবেন না।

৫) আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সাথে আছেন, কার সেঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তাঁর নাম, রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে দেবেন না।

৬) জন্মদিনের তারিখ দেবেন না ফেসবুকে।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোন সমস্যা সম্পর্কে জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন আমরা আপনার সমস্যার উত্তর দিতে চেষ্টা করব।