Monday, May 1, 2017

ফেসবুকে যে কাজগুলো কখনো ভূলেও করবেন না জানুন

       ***ফেসবুকে যে কাজগুলো কখনোই করবেন না***

সাইবার ক্রাইমের ফাঁদ পাতা রয়েছে ফেসবুকে। ঘন ঘন স্ট্যাটাস দেওয়া, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়ে যেতে পারেন।


এই সকল বিপদ থেকে নিজকে সুরক্ষিত রাখতে হলে এই ৬টা জিনিস ভুলেও কখনও ফেসবুকে করবেন না।

যেমন :-

১) ভুলেও ফেসবুকে বাড়ির ঠিকানা দেবেন না।

২) নিজের পাসওর্য়াড আপনার ঘনিষ্ঠ কােনও বন্দুকেও বলবেন না।

৩) ব্যক্তিগত মেসেজ বা চ্যাটেও এড়িযে চলুন ব্যক্তিগত কথা।

৪)ভুলভাল ছবি,ব্যক্তিগত ছবি, ঘনিষ্ঠ ছবি ফেসবুকে শেয়ার করবেন না।

৫) আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সাথে আছেন, কার সেঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তাঁর নাম, রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে দেবেন না।

৬) জন্মদিনের তারিখ দেবেন না ফেসবুকে।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোন সমস্যা সম্পর্কে জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন আমরা আপনার সমস্যার উত্তর দিতে চেষ্টা করব।
Location: Bangladesh

0 comments:

Post a Comment